মঙ্গলবার | ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় সিক্ত সাজেদা চৌধুরী

প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২২




জার্নাল ডেস্ক ॥ জাতীয় সংসদের উপনেতা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) আড়াইটার দিকে তার শহীদ মিনারে আনা হয়।

বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে দ্বিতীয় জানাজা। পরে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা হয়েছে ফরিদপুরের নগরকান্দায়। এম এন একাডেমি স্কুল মাঠে বেলা সোয়া ১১টায় এ জানাজা হয়।

রবিবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন সাজেদা চৌধুরী। তার স্বাস্থ্যের আরও অবনতি হলে গত সপ্তাহে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রবিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজকের সর্বশেষ সব খবর