বুধবার | ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে রাজাপুরে প্রতিকী অনশন

প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২২




বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ন্যায় বিচার, অমানবিক ভিসির অব্যাহতি,হলগুলোতে আবাসন সমস্যার সমাধান,মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার দাবিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের প্রতিকী অনশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকার ৯ টায় রাজাপুর সরকারি কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপরোক্ত দাবিতে অনশন করে রাজাপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদল।

অনশন কর্মসূচি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরন বলেন, নিজের আত্মরক্ষার জন্য যে উপাচার্য সন্তানতুল্য শিক্ষার্থীদের ওপর হামলা করতে পারেন, তিনি কোনো গ্রহণযোগ্য শিক্ষক হতে পারেন না। আমরা অবিলম্বে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করছি। ন্যূনতম সম্মানবোধ থাকলে তিনি নিজেই পদত্যাগ করবেন বলে আমরা আশা করি।

এ সময় উপস্থিত ছিলো উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরন, সদস্য সচিব রফিক মৃধা, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাঈনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

আজকের সর্বশেষ সব খবর