বুধবার | ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শায়েস্তাগঞ্জে দেড়লক্ষ টাকার চোরাই কাঠ’সহ পিকআপ আটক

প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২১




মোঃ জমির আলী, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জে দেড় লক্ষ টাকার চোরাই কাঠ সহ কাটবহনকারী পিকআপ আটক করেছে বন বিভাগ। বুধবার সকাল ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের লস্কর এলাকায় বনজ দ্রব্য পরিক্ষন ফাড়ির নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় চোরাই কাঠ সহ গাড়ি আটক করেন ফাড়ির সহকারী কর্মকর্তা আহমদ আলী।

বনবিভাগ সূত্রে জানা যায়, চাপালিশ কাঠ বহনকারী একটি পিকআপ ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ বনজ দ্রব্য পরিক্ষন ফাড়িতে আটক করা হয়। পরবর্তীতে ঢাকা মেট্রো-ন-১১-১৪৭৬ নাম্বারের গাড়িসহ গাড়িতে থাকা ১৫৫ ঘন ফুট চোরাই কাঠ জব্দ করে শায়েস্তাগঞ্জ রেঞ্জে নিয়ে আসা হয়।

এ বিষয়ে বনবিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জের কর্মকর্তা শহিদুর রহমান জানান, চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত কাঠ এবং গাড়ির বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন রেঞ্জ সহযোগী কর্মকর্তা মো. ইসাক আলী, মোঃ জাকির হোসেন প্রমুখ

আজকের সর্বশেষ সব খবর