শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

স্বাধীনতার স্বপ্ন ধূলিস্যাত, গণতন্ত্র এখন নির্বাসিত: মির্জা ফখরুল

প্রকাশিত : মার্চ ২৬, ২০২২




জার্নাল ডেস্ক ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লাখো শহীদের আত্মত্যাগে এ দেশ স্বাধীন হয়েছে। ইতোমধ্যে স্বাধীনতার ৫০ বছর পার হয়েছে। এখন আমরা স্বাধীনতা দিবস, সুবর্ণ জয়ন্তী পালন করছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, দেশের স্বাধীনতার স্বপ্ন সম্পূর্ণ ধূলিস্যাত হয়ে গেছে। দেশ থেকে গণতন্ত্র এখন নির্বাসিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ৫০ বছর আগে স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম। একইভাবে আমরা দেশের গণতন্ত্রকে মুক্ত করব, বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। এছাড়াও, এই দেশের মানুষকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা দিবসে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ নিয়েছে বিএনপি। স্বাধীনতার স্বপ্ন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, দেশে গণতন্ত্র নির্বাসিত বলেও মন্তব্য করেন তিনি।

প্রায় ৩৫ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আজকের সর্বশেষ সব খবর