শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে গণ নাটক প্রদর্শনী

প্রকাশিত : মার্চ ৮, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে ব্র্যাকের সহায়দায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ব্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির উদ্যোগে পরিবেশিত হয় গণ নাটক প্রদর্শনী।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মঈন এলিসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম।

পরে নারী অগ্রযাত্রায় সাহসি ভূমিকা রাখার জন্য রাবেয়া খাতুন, ফেরদৌসী বেগম ও সাহেদ বেগম নামে তিন নারীকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

আজকের সর্বশেষ সব খবর