শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে ৩ লাখ ৪১ হাজার শিশু খাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২১




স্টাফ রিপোর্টার ॥ ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে হবিগঞ্জে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৪১ হাজার ৩৪৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৬৩২ শিশুকে লাল রঙের ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৭১৩ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় হবিগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কলিম উল্লাহ সিকদার জানান, জেলার ৯টি উপজেলার ৭৭টি ইউনিয়নে ও ৬টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ১ হাজার ৮৮৬টি অস্থায়ী কেন্দ্র থাকবে। এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ৪ হাজার ৮৪৩ জন কর্মী নিয়োজিত থাকবেন।

আজকের সর্বশেষ সব খবর