শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হাইকোর্টে জি কে গউছ সহ বিএনপির ৪০ নেতাকর্মীর জামিন

প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের হামলা ও গুলিবর্ষনের ঘটনায় দায়েরকৃত পুলিশের মামলায় ৪০ বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৫ জানুয়ারী) বিচারপতি মস্তোফা জামান ইসলাম ও বিচারপতি এএসএম আব্দুল মমিনের দ্বৈত বেঞ্চ তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

আসামীপক্ষে শুনানী করেন এডভোকেট ফজলুর রহমান, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট সজল, এডভোকেট আব্দুল জব্বার ভুইয়া, এডভোকেট আমিনুল ইসলাম, এডভোকেট শাহীন ও এডভোকেট রবিউল আলম রাজিব। গত ২৩ ডিসেম্বর সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদি হয়ে ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

জামিনপ্রাপ্তরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম, সদস্য এম জি মোহিত ও মহিবুল ইসলাম শাহিন, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর টিপু আহমেদ, সাবেক কাউন্সিল মাহবুবুল হক হেলাল, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারন সম্পাদক এম হাফিজুল ইসলাম, আব্দুল আহাদ তুষার, সাইদুর রহমান ও গোলাম মাহবুব, পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর অলি, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন অনি সহ ৪০জন।

গত বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যলয়ের সামনে সমাবেশের সব প্রস্তুতি নেয়া হয়। কিন্তু সকাল থেকে কাউকে সমাবেশস্থলে প্রবেশ করতে দিচ্ছিল না পুলিশ। শহরের বিভিন্ন সড়কে বেরিকেট দিয়ে রাখা হয়। এ নিয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বেলা ২টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন বিএনপি স্থায়ী কমিটির সদস ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক চীফ হুইফ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, ড. খন্দকার মোক্তাদির হোসেন ও ড. ইনামুল হক চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার শিফা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় টিম লিডার শহিদুল্লাহ তালুকদার, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম লিডার ড. শরিফুল ইসলাম দুলু। সমাবেশে সভাপতিত্ব করছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম।

একই সময়ে পইল রোড থেকে যুবদল নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সমাবেশস্থলে রওনা হয়। এ সময় শায়েস্তানগর পয়েন্টে পলিশ বাধাঁ দিলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পিছু হটে পুলিশ। বেলা পৌনে ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ একত্রিত হয়ে সমাবেশস্থলে মুহুর্মুহু গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে সমাবেশটি পন্ড হয়ে যায়। আহত হয় ৩ শতাধিক নেতাকর্মী। এই ঘটনায় গত ২৩ ডিসেম্বর সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদি হয়ে ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আজকের সর্বশেষ সব খবর