শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

১,৬৯৫ জনকে চাকরি দেবে রিক

প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২০




জার্নাল ডেস্ক : রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি দেশের বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫টি পদে মোট ১,৬৯৫ জনকে নিয়োগ দেবে রিক। পদগুলোতে আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: জোনাল ম্যানেজার (জেড.এম)

পদ সংখ্যা: ২০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস।

অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর বয়স।

বেতন: মূল বেতন ২৬,০০০ টাকা। ৫০,৫০০-৫৩,১০০ টাকা (নিয়মিতকরণের আগে) এবং ৫৪,৪০০-৫৭,০০০ টাকা (নিয়মিতকরণের পরে)।

পদের নাম: এরিয়া ম্যানেজার (এ.এম)

পদ সংখ্যা: ৭৫টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস।

অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বয়স।

বেতন: মূল বেতন ২২,৪০০ টাকা। ৪৩,৬৬০-৪৫,৯০০ টাকা (নিয়মিতকরণের আগে) এবং ৪৭,০২০-৪৯,২৬০ টাকা (নিয়মিতকরণের পরে)।

পদের নাম: শাখা ব্যবস্থাপক (বি.এম)

পদ সংখ্যা: ৩০০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস।

অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর বয়স।

বেতন: মূল বেতন ১৬,২০০ টাকা। ৩১,৮৮০-৩৩,৫০০ টাকা (নিয়মিতকরণের আগে) এবং ৩৪,৩১০-৩৫,৯৩০ টাকা (নিয়মিতকরণের পরে)।

পদের নাম: শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা (বি.এ.ও)

পদ সংখ্যা: ৩০০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।

অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় ১ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর বয়স।

বেতন: মূল বেতন ১৩,৪০০ টাকা। ২৫,৫৬০-২৭,৯০০ টাকা (নিয়মিতকরণের আগে) এবং ২৮,৫৭০-২৯,৯১০ টাকা (নিয়মিতকরণের পরে)।

পদের নাম: ক্রেডিট অফিসার (সি.ও)

পদ সংখ্যা: ১০০০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।

অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন: মূল বেতন ১১,০০০ টাকা। ২২,০০০-২৩,১০০ টাকা (নিয়মিতকরণের আগে) এবং ২৩,৬৫০-২৪,৭৫০ টাকা (নিয়মিতকরণের পরে)।

আবেদন প্রক্রিয়া

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ১৭ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে- মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি-২০, সড়ক-১১ (নতুন), ৩২ (পুরাতন), ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯ ঠিকানায় পৌঁছাতে হবে।

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পিডিএফ ভার্সনে (একটি ফাইলে) সংস্থার ইমেইল অ্যাড্রেসে cvdrop@ric-bd.info প্রেরণ করা যাবে।

আবেদনের শর্তাবলী

আবেদনের শর্তাবলী জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

সূত্র: পূর্বপশ্চিমবিডি

আজকের সর্বশেষ সব খবর