বৃহস্পতিবার | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

উচ্ছ্বাসে-আনন্দে যশেরআব্দা যুব কল্যাণ সংস্থার পিকনিক ও নদী ভ্রমণ

প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২১




জার্নাল প্রতিবেদক ॥ ‘বাংলার পথে প্রান্তরে আমরা- প্রকৃতির খুঁজেও আমরা’ এই শ্লোগানে উৎসব আর আনন্দঘন পরিবেশে হবিগঞ্জের সেচ্ছাসেবী সংগঠন যশের আব্দা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে পিকনিক ও নদী ভ্রমণ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) প্রকৃতির খুঁজে খোয়াই নদীর পুরাতন খেয়াঘাট হতে নদীপথে শুরু হয় এ আনন্দ যাত্রা।

পরে খোয়াই ও মেঘনা নদী অতিক্রম করে হাওরের ঢেউয়ের তালে তালে নেচে- গেয়ে প্রকৃতিপ্রেমীরা সারা দিন উপভোগ করে এই নৌ আনন্দ-ভ্রমণ। অংশ নেয়া সিনিয়র-জুনিয়রদের মাঝে রুপ নেয় মিলন মেলায়।

কিশোরগঞ্জের ইটনা,মিটামইন ও লিকলী পয়েন্টের গন্তব্য স্থান পৌছে- ভ্রমণ পিয়াসীরা তুলেন শত শত ছবি।

বিনোদনের মধ্যে ছিল সাঁতার প্রতিযোগিতা, নিজ কন্ঠে গান গাওয়া, পানিতে দেশীয় বিভিন্ন খেলা, সমৃদ্ধ দুপুরের খাবার এবং সবশেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র।

যশেরআব্দা যুব কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের পরিচালনায় শুরু হয় র‌্যাফেল ড্র। এসময় উপস্থিত ছিলেন, পিকনিক ও নদী ভ্রমণ আনন্দ কমিটির সমন্বয়কারী জাহিদুল ইসলাম শিহাব ও তোফাজুল ইসলাম প্রমুখ।

আজকের সর্বশেষ সব খবর