শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

লাখাইয়ে সোয়া ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২১




লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জের লাখাই উপজেলায় পাঁচ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দুইটি উন্নেয়ন প্রকল্পের উদ্বোধন ও একটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এগুলোর ফলক উন্মোচন শেষে মোনাজাত করেন।

খাদ্য অধিদপ্তর লাখাই উপজেলার সদর ইউনিয়নে ৩ কোটি টাকা ব্যয়ে এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্র্মাণ করেছে। এছাড়া প্রায় ১ কোটি টাকা ব্যয়ে হাজী করিম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এমপি আবু জাহির আনুষ্ঠানিকভাবে এ দুই স্থাপনার উদ্বোধন করেন। পরে তিনি একই ইউনিয়নে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে লাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

পৃথক অনুষ্ঠানে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন, খাদ্য গুদামের পরিদর্শক আশীষ কুমার সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে এমপি আবু জাহির লাখাই ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে তিনি সকলকে নৌকার সাথে থাকার অনুরোধ জানান। সংবর্ধনা অনুষ্ঠানে নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আজকের সর্বশেষ সব খবর