শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে ব্র্যাকের ইনসেপশন মিটিং॥ নিজের পরিবার থেকে জেন্ডার জাস্টিস চর্চা শুরুর আহবান

প্রকাশিত : জুন ২৩, ২০২১




জার্নাল প্রতিবেদক ॥ হবিগঞ্জে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির ইনসেপশন মিটিং বুধবার দুপুরে ব্র্যাক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও রিজিওনাল ম্যানেজার (জেন্ডার) আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মাহবুবুল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।

সভায় বক্তাগণ বলেন, পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করছে ব্র্যাক। পাশাপাশি বাল্য বিয়ে প্রতিরোধেও ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সভায় বলা হয় নিজের পরিবার থেকে জেন্ডার জাস্টিস চর্চা শুরু করতে হবে। নিজেদের মধ্য থেকে জেন্ডার সমতা চর্চা শুরু করা গেলে সমাজে এর সুফল বয়ে আনবে।

আজকের সর্বশেষ সব খবর