শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

অবৈধ টমটমের বিরুদ্ধে পৌরসভার অভিযান শুরু

প্রকাশিত : আগস্ট ২৩, ২০২২




প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার পার্কিং ফিনাম্বার প্লেইটবিহীন টমটম, মিশুক ও অটোরিক্সার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পৌরকর্তৃপক্ষ। সম্প্রতি অনুষ্ঠিত হবিগঞ্জ পৌর পরিষদের মাসিকসভার সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা এ অভিযান শুরু করে।

মাসিক সভায় বক্তারা বলেন, সম্প্রতি পার্কিং ফিনাম্বার প্লেইটবিহীন বেশ কিছু বহিরাগত টমটম হবিগঞ্জ পৌরসভার নির্ধারিত হলুদ রং দিয়ে শহরে চলাচল করতে দেখা যায়।

ফলে শহরে টমটমের সংখ্যা বেড়ে যাওয়ায় অহরহ যানজটের সৃষ্টি হচ্ছে। শহরবাসীকে যানজটের ভোগান্তিহতে মুক্ত করতে পার্কিং ফিনাম্বার প্লেইটবিহীন অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে পৌর এলাকায় চলাচলকারী ব্যাটারী চালিত টমটম, মিশুক ও অটোরিক্সা মালিক ও চালকদের প্রতি পার্কিং ফিনাম্বার প্লেইটবিহীন টমটম শহরে প্রবেশ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়াও পৌর এলাকার ব্যবসায়ীদের ২০২২-২৩ ইং অর্থবছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য অথবা নতুন লাইসেন্স গ্রহন করার জন্য আহবান জানানো হয়। লাইসেন্স হালনাগাদ নাহলে পৌরসভার পক্ষ হতে আইনানুগব্যবস্থা গ্রহন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আজকের সর্বশেষ সব খবর