সোমবার | ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

আগুন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে: ফায়ার সার্ভিস

প্রকাশিত : এপ্রিল ৫, ২০২৩




জার্নাল ডেস্ক ॥ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, মঙ্গলবার সারাদিন, সারারাত আমরা কাজ করেছি। এখনো প্রত্যেকটি পয়েন্টে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে। আগুন এখনো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে বঙ্গবাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, এতো পরিমাণ বেশি পরিমাণ মালামাল গাদাগাদি করে রাখা যে সেগুলো বের করতে কষ্ট হচ্ছে। অনেক কর্মী ক্লান্ত হয়ে পড়ছেন। ফলে আমাদেরকে পরিবর্তন করে দিতে হচ্ছে এবং কাজ করতে সময় লাগছে।

তিনি জানান, এনেক্সকো টাওয়ারের মালামাল সরানো হচ্ছে। এখনও মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যাচ্ছে আগুন। মালামাল রাখার কোনো ব্যবস্থাও নেই। ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে।

মালামাল সম্পূর্ণ বের করতে পারলেই আগুন সম্পূর্ণ নির্বাপণ করা যাবে বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক।

ফায়ার সার্ভিসের সদস্যদের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের আটজন সদস্য আহত হন। তাদের দুইজন এখনও শঙ্কা মুক্ত নয়।

এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।

আজকের সর্বশেষ সব খবর