শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

একেকজন ডেঙ্গু রোগীর পেছনে সরকারের ব্যয় ৫০ হাজার টাকা

প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৩




জার্নাল ডেস্ক ॥ একেকজন ডেঙ্গু রোগীর পেছনে সরকারের গড়ে ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, “ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর জন্য সরকারের গড়ে ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকা ডেঙ্গু চিকিৎসায় ব্যয় করেছে সরকার।”

রবিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর হোটেল শেরাটনে “ডেঙ্গু মোকাবিলায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সরকারি হাসপাতালগুলোতে ৭০% রোগী চিকিৎসা নিয়েছেন। আর বাকি ৩০% রোগী বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।”

প্রত্যেক মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান যার যার অবস্থান থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে জাহিদ মালেক বলেন, “ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য আমাদের সারা বছর কাজ করতে হবে। শুধু সিজনাল কাজ করলে চলবে না। আমাদের জোর দিতে হবে প্রতিরোধের দিকে।”

নারীদের ঝুঁকি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চলতি বছর নারীরা কম আক্রান্ত হলেও মারা যাচ্ছেন বেশি। পুরুষের প্রায় দ্বিগুণ নারী মারা গেছেন। তারা চিকিৎসা নিতে দেরি করছেন বলেই তাদের মৃত্যু বেশি হচ্ছে। দেশের হাসপাতালগুলোতে মোট ভর্তি রোগীর মধ্যে পুরুষ ৬৫%। ডেঙ্গুতে মৃত্যু রোগীর ৬৫% নারী আর ৩৫% পুরুষ।”

সামনে ডেঙ্গু আরও ভয়ংকর হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, “আগামী বছর অবস্থা আরও খারাপ হবে। কারণ, আমাদের প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি লেভেলে সংক্রমণ হচ্ছে। প্রত্যেকটি সংক্রমণ পরবর্তী সংক্রমণকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করছে। প্ল্যাটিলেট এখানে ইস্যু না, ফ্লুইড ম্যানেজমেন্ট এখানে ইস্যু। সেটা আমরা সারা দেশেই চেষ্টা করছি গাইডলাইন দিয়ে ম্যানেজ করতে।”

আজকের সর্বশেষ সব খবর