শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

করোনায় মৃত্যু ৪ জনের, শনাক্ত ৪৩৬

প্রকাশিত : মার্চ ৭, ২০২২




জার্নাল ডেস্ক ॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে।

সোমবার (৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয় সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৬টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ৭৬টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার নয়টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষায় তুলনায় শনাক্তের হার দুই দশমিক ১৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ এবং একজন নারী। মৃত চারজনের ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন।মৃত চারজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, সিলেট বিভাগের একজন মারা গেছেন। মৃত চারজনের মধ্যে সবাই সরকারি হাসপাতালে মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।

আজকের সর্বশেষ সব খবর