শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

দেশে করোনায় আরো ২০৪ মৃত্যু, শনাক্ত ৮৪৮৯

প্রকাশিত : জুলাই ১৭, ২০২১




জার্নাল ডেস্ক ॥ দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৯। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৪৮৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত ১০ লাখ ৯২ হাজার ৪১১ জন । নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.০৬ শতাংশ।

এ দিন ঢাকা বিভাগে সর্বোচ্চ মৃত্যর ঘটনা ঘটেছে। এ সংখ্যা ৮২। এরপর খুলনা বিভাগে ৪৯ জনের মৃত্যু ঘটেছে।

শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেল্টার স্থানীয় সংক্রমণে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে গত পাঁচ দিন ধরে দৈনিক শনাক্ত রোগী ১২ হাজারের উপরে ছিল। গত শুক্রবার প্রায় ৪২ হাজার নমুনা পরীক্ষা করে ১২ হাজার ১৪৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পাঁচ দিন পর দৈনিক মৃত্যু শুক্রবার দুইশর নিচে নামলেও শনিবার তা আবার বেড়েছে।

এর আগে শুক্রবার ১৮৭, বৃহস্পতিবার ২২৬ জনের মৃত্যু হয়। বুধবার ২১০ জন মারা যান। মঙ্গলবার ২০৩, সোমবার ২২০ ও রবিবার রেকর্ড ২৩০ জন মারা যান। তার আগে শনিবার (১০ জুলাই) ১৮৫, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে একদিনে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আজকের সর্বশেষ সব খবর