শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশিত : মে ৮, ২০২১




জার্নাল ডেস্ক : করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় বরাবরের মত অসহায় ও দুঃস্থ মানুষদের মধ্যে মানবিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

এরই অংশ হিসেবে গত সপ্তাহে ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দেশব্যাপী সেনাবাহিনীর রামু সেনানিবাস, বগুড়া সেনানিবাস, ঘাটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, চট্টগ্রাম সেনানিবাস, রাংগামাটি ও খাগড়াছড়ি রিজিয়নের অধিনস্থ বিভিন্ন ইউনিট, কুমিল্লা সেনানিবাস, রংপুর সেনানিবাস, ঢাকা সেনানিবাসের আর্মি এমপি ইউনিট এবং মিরপুর সেনানিবাসের ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড সেনানিবাস সংলগ্ন পাশের এলাকাগুলোতে ৩ হাজার ২৭৯টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তৈল, আটা ছোলা, আলু, পেঁয়াজ, সাবান ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা চলমান থাকবে বলে জানানো হয়।

আজকের সর্বশেষ সব খবর