শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত : নভেম্বর ১৪, ২০২১




বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি অধিদপ্তরের অয়োজনে অফিস প্রাঙ্গনে বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুননেছা পাপড়ি, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছালাম আকন প্রমূখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষিবান্ধব সরকার কৃষকদের কথা চিন্তা করে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের। চলতি রবি মৌসুমে গম, ভূটা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, মুগ, মসুর ও খেসারী চাষে সহযোগিতার জন্য উপজেলায় মোট দুই হাজার চার শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মধ্যে এ সব উপকরণ বিতরণ করা হলো।

আজকের সর্বশেষ সব খবর