শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নাটোরে তরমুজের দাম নির্ধারণ করে দিলো পুলিশ

প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২১




সারাদেশ ডেস্ক : নাটোরে ওজন ভেদে তরমুজের দাম নির্ধারণ করে দিয়েছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে তরমুজের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভায় মিলিত হন জেলার কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই আলোচনা।

ব্যবসায়ীরা বিভিন্ন আকৃতির তরমুজ নিয়ে আলোচনা সভায় যোগ দেন। পরে তারা কৃষক পর্যায় থেকে খুচরা বিক্রির দাম নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মূল্য নির্ধারণ করা হয়।

এতে ১ থেকে ৩ কেজি ওজনের তরমুজ পাইকারি বাজারে ২০ টাকা কেজি, খুচরা ২৫ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত হয়। এ ছাড়া ৪ থেকে ৬ কেজি ওজনের তরমুজ পাইকারি ৩০ টাকা ও খুচরা ৩৫ টাকা কেজি এবং ৬ কেজির ওপরে পাইকারি ৪০ টাকা ও খুচরা ৪৫ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত হয়।

সভায় ব্যবসায়ীদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোহসিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সর্বশেষ সব খবর