শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নূরিয়া মিশন ও গ্লোবাল এইড এর যৌথ উদ্যোগ শিবপাশায় বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ নুরিয়া মিশন ও গ্লোবাল এইড এর যৌথ উদ্যোগ শিবপাশায় বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫শে ফেব্রুয়ারি) শাহ আব্দুল কদ্দুছ নূরী দাখিল মাদ্রাসায় সকাল থেকে বিকেল পর্যন্ত এ শিবিরে ৩শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, চশমা ও ওষুধ সবরাহ করা হয়।

নুরিয়া মিশনের সভাপতি ও শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ এর সভাপতি ইংল্যান্ড প্রবাসী পীরজাদা শাহ হালিম উদ্দিন নূরীর সভাপতিত্বে ও সাংবাদিক শরিফ চৌধুরীর পরিচালনায় চক্ষু শিবির এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, চক্ষু সার্জন ডাঃ মোঃ মীর মঈন উদ্দিন ইমন, এম এ জি এগ্রো ফার্মের স্বত্বাধিকারী খালেদ চৌধুরী, রাজনীতিবিদ শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা আলকাছ মিয়া, মাষ্টার জাহিদুল ইসলাম চৌধুরী সুমন, ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিবপাশা শাখার ব্যবস্হাপক নাসির উদ্দিন চৌধুরী, নূরীয়া এতিম খানার সহসভাপতি শাহ জালাল উদ্দীন জুয়েল, নূরীয়া দাখিল মাদ্রাসার সুপার হাফেজ আব্দুল আলিম, সৌলরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাওঃ মোজাক্কির হোসাইন জিহাদি, আহছান উদ্দিন, প্রভাসক দেলোয়ার হাসান রাসেল, মাষ্টার মোঃ আবু তাহের৷

এসময় উপস্থিত ছিলেন, সিএনজি শ্রমিক নেতা লুৎফুর রহমান, মিনু মেম্বার, অলিউর রহমান, মাদ্রাসা কমিটির সদস্য তাহের মিয়া, সাবাজ মিয়া, উমর আলী, ইছাক আলী, শিবপাশা বাজারের ব্যবসায়ী শেখ সুয়েব আহমদ, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ তজুমুল ইসলাম, ইজাজুল আহমেদ, বিশিষ্ট মুরব্বি শাহ শহিদ মিয়া, আবুল মিয়া, শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিমখানার সুপার হাফিজ শাহজাহান মিয়াসহ শিবপাশা কলেজ ওয়ার্কিং টিমের সদস্যবৃন্দ ও নূরীনগর ছাত্র কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ৷

দিনব্যাপী বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মীর মঈন উদ্দিন ইমনের নেতৃত্বে একটি চক্ষু শিবির টিম বিনামূল্যে প্রায় ৩ শতাধিক রোগীকে চক্ষু সেবা প্রদান করেন৷

আজকের সর্বশেষ সব খবর