শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

প্রথম দিনেই সাড়া ফেলেছে ‘আরআরআর’

প্রকাশিত : মার্চ ২৫, ২০২২




বিনোদন ডেস্ক ॥ এস এস রাজামৌলি পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘আরআরআর’ মুক্তির পরেই তুমুল সাড়া ফেলে দিয়েছে। অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে ছবিটির টিকিট। চলচ্চিত্র বিশ্লেষকদের রিভিউয়ে জুটছে রেকর্ড গড়ার প্রত্যাশার কথা।

শুক্রবার (২৫ মার্চ) বিশ্বের প্রায় ৮ হাজার হলে মুক্তি পেয়েছে ছবিটি।

বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলার খবর, চাহিদা থাকায় কোথাও কোথাও ২১০০ রুপিতেও (বাংলাদেশি মুদ্রায় ২৩০০ টাকার বেশি) বিক্রি হচ্ছে ‘আরআরআর’ সিনেমার টিকিট। তেলেগু সিনেমা হলে এই সিনেমার থ্রিডি সংস্করণের জন্য টিকিটের দাম ১৩২০ রুপি রাখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, উদ্বোধনী দিনের আয়ে রেকর্ড ভাঙতে যাচ্ছে ‘আরআরআর’।

ছবিতে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট । ‘আরআরআর’ রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এই সিনেমায় দেখা মিলবে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন মতে, ৩৫০ থেকে ৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার গল্প গড়ে উঠেছে ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে। যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

আজকের সর্বশেষ সব খবর