শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বাউবি’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ দেশের একমাত্র দূরশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

গত শুক্রবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বাউবি শিক্ষার্থী কল্যাণ সর্বপ্রথম ও সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩১তম বাউবি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা সহ নানা কর্মসূচি মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ডাক দিয়ে যাই সংগঠন হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন অসিম এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাখাওয়াত চৌধুরী আকিব এর পরিচালনায় এ সময় ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় এর বাউবি স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউবি টিউটোরিয়াল শিক্ষক, এমদাদুল ইসলাম, মনিরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, ডাক দিয়ে যাই সংগঠনের যুগ্ম সচিব, মোঃ কামরুল আলম সোহেল। যুগ্ম সদস্য সচিব মোঃ ফারুকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সূত্রধর, যুগ্ম সদস্য সচিব মোঃ নুরুজ্জামান, সদস্য আব্দুল খালেক, সদস্য ইসরাত জামান হেরা ও যুগ্ম সদস্য সচিব আফিয়া আক্তার শিউলি।

এছাড়াও ডাক দিয়ে যাই হবিগঞ্জ জেলা শাখার সংগঠনের নেতৃবৃন্দ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রোগ্রামের বাউবি শিক্ষার্থীবৃন্দ।

 

আজকের সর্বশেষ সব খবর