শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত : মার্চ ১০, ২০২২




বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে মুজিববর্ষের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পল্লীবিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকোরানা, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার তোফাজ্জুল হোসেন, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, মডেল প্রেসক্লাব সেক্রেটারি শিব্বির আহমদ আরজু, সাংবাদিক মখলিছ মিযা, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস।এছাড়া, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনসহ বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মাঠে সচেতনার লক্ষ্যে ফায়ারসার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল দেখান।

আজকের সর্বশেষ সব খবর