মঙ্গলবার | ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বায়তুল মোকাররমে আওয়ামী লীগ কর্মী ও সাঈদী সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৩




জার্নাল ডেস্ক ॥ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করেছে।

জামায়েতের সাবেক নায়েবে আমির সাঈদীর মৃত্যুতে মঙ্গলবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা করার দাবি তুলেছিলো জামায়াতে ইসলামী।
সম্পর্কিত খবর

ঢাকা মহানগর পুলিশ অনুমতি না দিলেও দুপুরে তারা মসজিদের বাইরে জড়ো হতে থাকে। এতে উত্তেজনা তৈরি হয়ে থাকে।একপর্যায়ে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে জামায়েত নেতাদের ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ- কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার পর কিছু জামায়াত-শিবির কর্মী বায়তুল মোকাররমের উত্তর ফটকে এসে বিক্ষোভ শুরু করে। পুলিশ এলে তারা ভেতরে চলে যায়। তখন ভেতরে থাকা শোক দিবস পালনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে।’

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পুলিশ মসজিদের ভেতরে ঢোকেনি বলেও জানান হায়াতুল ইসলাম।

তিনি বলেন, ‘পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। যাচাই বাছাই করে তাদের বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আজকের সর্বশেষ সব খবর