শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ব্লাড সোসাইটি হবিগঞ্জ পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ সকল মানুষের ইচ্ছাই হোক স্বেচ্ছায় রক্তদান এই প্রতিপাদ্য সামনে রেখে ব্লাড সোসাইটি হবিগঞ্জ পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে হবিগঞ্জ সুর বিতানের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি এনামুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা শেখ ইকবাল হোসেন, উপদেষ্ঠা এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম সুরুজ আলী, ডাক্তার শাহ সাজিদ, ডাক্তার শাহজাহান মিয়া সাজন, তাছলিমা আক্তার বিউটি, ইউপি সদস্য জালাল উদ্দিন রাজিব, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন রনি, তামিম ইসলাম শুভ, ইফতেকার ইসলাম সিফাজুল, মোহাম্মদ আবু তাহের, মোঃ কামরুল ইসলাম, খালেদা আক্তার নীলা, আলাউদ্দিন আরাফাত, শেখ আজিজুর রহমান সোহাগ, গিয়াছ উদ্দিন, সাইদুর রহমান জুয়েল, মোঃ রুহুল আমিন, মোঃ মুকিত মিয়া, নুরুজ্জামান, মোঃ শাহিন মিয়া, সালমান শাহী, শাকিল আহেমদ, সৈয়দ জুনেদ আলী, সৈয়দ তারেক ইমাম, এনামুল হক বিজয়, নাইম আহমেদ, মোবারক হোসেন সোহাগ, উজ্জল, শাহ রুহেল আহমেদ, রাজন সরকার, বোরহান উদ্দিন, হাবিবুর রহমান, মোঃ শিপন মিয়া, সজলু মিয়া, নূরুল ইসলাম, শাহিনুর আক্তার, আকাশ আহমেদ নয়ন, সাগর আহমেদ, কাউছার আহমেদ, কাজী শাহদাত হোসেন, মোঃ কাউছার মিয়া, জয়নাল আবেদীন রফি, মুখলেছুর রহমান, আমির আলী, আব্দুর রহমান, ফরহাদ আহমেদ রিহাদ প্রমূখ।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন-সংগঠনটি প্রতিষ্ঠার পর গত ২ বছরের স্বেচ্ছায় ১ হাজার ৬৩০ জন ময়ূর্ষরোগীকে রক্তদান করা হয়েছে। এই কার্যক্রম এখনো চলমান রয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ রক্তদানকারীদের উৎসাহিত করতে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজকের সর্বশেষ সব খবর