শুক্রবার | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

মহান আল্লাহর সাথে কাউকে শরীক করো না : আল্লামা সাইয়্যিদ আসজাদ মাদানী

প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৩




বানিয়াচং প্রতিনিধি ॥ বৃটিশ খেদাও আন্দোলনের অগ্র সৈনিক, শাইখুল ইসলাম আল্লামা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এঁর সাহেবজাদা আল্লামা সাইয়্যিদ আসজাদ মাদানী বলেছেন, তোমরা মহান আল্লাহর সাথে কাউকে শরীক করো না। মহান আল্লাহর সাথে কাউকে শরীক করা হারাম এবং জাহান্নামের আগুনে জ্বলতে হবে। গতকাল  সন্ধ্যা ৬টায় দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে বানিয়াচংয়ে সর্বস্তরের আলেমদের উদ্যোগে মাওলানা শায়খ মখলিছুর রহমানের সভাপতিত্বে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাতা-পিতার খেদমত করো। দুনিয়ার মোহে পড়ে মাতা-পিতাকে কখনো ভুলে যেও না। আর মনেরেখ তুমি যা করো তা সবসময় লিপিবদ্ধ হচ্ছে। মারা যাওয়ার পরই তোমার সেই লিপিবদ্ধ জীবনের ভিডিও নিজ চোখে দেখতে পারবে। কাজেই মৃত্যুর আগে আগেই তুমি সংশোধন হয়ে মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। সভা সঞ্চালণা করেন মাওলানা আব্দুল জলীল ইউসূফীও মাওলানা ইয়াহিয়া আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারতের মুফতি শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা মুহসিন আহমদ, আল্লামা আব্দুল বাছিত আজাদ ( বড় হুজুর), কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা আলী হায়দার, মাওলানা আব্দুল অলি, মুফতি জুনায়েদ আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, মাওলানা বশির আহমদ, মাওলানা রওশন ইজদানী, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা শায়খ ইকবাল হোসাইন, মাওলনা মশিউর রহমান, মাওলানা আবুল কাশেম, মুফতি আহমদ আলী, ক্বারী মহসিন আহমদ, মুফতি আমির আহমদ, মাওলানা মুনতাসির আলম সোহান ও ক্বারী মোস্তাকিম আহমদ প্রমুখ।

আজকের সর্বশেষ সব খবর