শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

রাজপথে আন্দোলন ছাড়া আওয়ামীলীগের কবল থেকে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না- জি কে গউছ

প্রকাশিত : মে ২৯, ২০২১




স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- রাজপথে আন্দোলন ছাড়া আওয়ামীলীগ সরকারের কবল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। শুধু বক্তব্য আর বিবৃতি দিয়ে কোন স্বৈরশাসকের পতন হয়নি, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারেরও পতন হবে না। সারাদেশের মানুষ পরিবর্তনের পক্ষে। মানুষ আওয়ামীলীগ সরকারের পতন চায়। তাই দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমেই আওয়ামীলীগের পতন নিশ্চিত করতে হবে। রাজপথে আন্দোলন ছাড়া দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই।
তিনি গতকাল শনিবার বিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সভায় হবিগঞ্জ জেলা বিএনপিসহ সারাদেশের জেলা বিএনপি নেতৃবৃন্দ এই ভার্চুয়াল সভায় যুক্ত হন।

শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয় থেকে হবিগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ সভায় যুগ্ম হন।

এ সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এডভোকেট এনামুল হক সেলিম, এম জি মোহিত, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক প্রফেসর এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, এডভোকেট আফজাল হোসেন, সামছুল ইসলাম মতিন, আজম উদ্দিন, হাবিবুর রহমান, গিরেন্ড চন্দ্র রায়, হবিগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, নাজমুল হোসেন বাচ্চু, মর্তুজা আহমেদ রিপন, শাহ আলম চৌধুরী মিন্টু, মুজিবুর রহমান, আব্দুর রাজ্জাক বকুল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি এম এফ আহমেদ অলি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, হাসনুল হক ইনু। লাখাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, এডভোকেট শামসুল ইসলাম, আব্দুল আওয়াল ভুইয়া, এডভোকেট আয়াতুল ইসলাম, শামসুদ্দিন আহমেদ, শেখ ফরিদ মিয়া। বাহুবল উপজেলা বিএনপির সভাপতি তোষার চৌধুরী, সাদারণ সম্পাদক হাজী শামছুল আলম, হ্জাী আব্দুর রকিব, এনামুল হক এনাম। নবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ছালিক আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিন, নুরুল আমিন, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, সিনিযর যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান সেফু। চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, মাহমুদুল হাসান। চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব হোসাইন আলী রাজন, সাধারন সম্পাদক আলহাজ্ব দিদার হোসেন। আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সওদাগর, বানিয়াচং উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী লুৎফুর রহমান, সিনিয়ল যুগ্ম আহ্বায়ক শেখ বশির আহমেদ, তানিয়া খানম।

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সারাদেশের জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল সভায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যুবদল: জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সফিকুর রহমান সিতু, জহিরুল ইসলাম সেলিম, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, রবিউল আলম রবি, নজরুল ইসলাম কাওছার, হেলাল আহমেদ টিপু, অলিউর রহমান, শাহনুর রহমান আকাশ, আনোয়ার হোসেন বাদল, শামীম আহমেদ, আমিনুল ইসলাম আখঞ্জি, আল আমিন মিয়া, জয়নাল আবেদিন, আলমগীর হোসেন, ওয়াহিদ মোরাদ।

জাসাস: জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

ছাত্রদল: জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, গোলাম মাহবুব, সাইফুল ইসলাম রকি, আল আমিন তালুকদার, মাজহারুল ইসলাম রাব্বি, নাজমুল ইসলাম অনি, সৈয়দ আশরাফ আহমেদ।

 

আজকের সর্বশেষ সব খবর