শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

রোববার সংসদে উঠছে নির্বাচন কমিশন আইন

প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২২




জার্নাল ডেস্ক ॥ জাতীয় সংসদের অধিবেশনে নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ খসড়া আইন পেশ করা হবে রোববার। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২’ সংসদে উত্থাপন করবেন । বিলটি সংসদে তোলার জন্য ইতোমধ্যে ওই দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বিলটি পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন আইনমন্ত্রী। তবে বিলটি দ্রুত পাস করার চেষ্টা করবে সরকারি দল। নতুন আইনের আলোকেই পরবর্তী নির্বাচন কমিশন গঠিত হবে।

সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে। এর আগে গত ১৭ জানুয়ারি এই আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

আজকের সর্বশেষ সব খবর