শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

লাখাই উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক ইসরাত জাহান

প্রকাশিত : আগস্ট ১২, ২০২১




লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, শিল্প বর্জ্যের দূষণের কবলে পড়া সুতাং নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। দেশীয় প্রজাতির মৎস্য প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে মৎস্য অভয়াশ্রম স্থাপন, উপজেলার স্থানীয় বুল্লাবাজারে যানজট নিরসনে বাজারে বাস স্ট্যান্ড স্থাপন, লাখাইয়ে শিক্ষার গুনগতমান উন্নয়ন ও প্রসারে সমন্বিত প্রয়াসের বিকল্প নেই। যে কোন মূল্যে শিক্ষার হার বাড়াতে হবে।

বৃহস্পতিবার (১২ অগাস্ট) লাখাইয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান।

বৃহস্পতিবার দুপুরবেলা লাখাই উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের লাখাই উপজেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।

লাখাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য, মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, করাব ইউ/পি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, কৃষি অফিসার শাকিল খন্দকার, বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম কুমার রায়, ইমাম মহিবুর রহমান, শিক্ষক প্রানেশ গোস্বামী ও ডা. বায়েজিদ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক লাখাই উপজেলায় প্রথমবারের মতো আগমন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে চালতা গাছের চারা রোপণ করেন।

এছাড়া তিনি প্রধানমন্ত্রীর উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ৬ জন ভিক্ষুকের মাঝে ভ্যানগাড়ি বিতরণ ও উপজেলা পরিষদ রাজস্ব তহবিলের অর্থায়নে ২ জন পত্রিকা বিক্রেতার মাঝে বাই সাইকেল বিতরণ কার্যক্রমে অংশ নেন।

পরবর্তীতে উপজেলার মোড়াকরি ইউনিয়নের কাশিমপুর গ্রামে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।

আজকের সর্বশেষ সব খবর