শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরে হবিগঞ্জে জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ প্রতিদিন- জেলা প্রশাসক

প্রকাশিত : মার্চ ১৫, ২০২১




স্টাফ রিপোর্টার ॥ দেশ এখন এগিয়ে চলছে দুর্বার গতিতে। এই উন্নয়ন-অগ্রগতিতে গণমাধ্যমের রয়েছে অপরীসিম ভূমিকা। এ ভূমিকায় এগিয়ে বাংলাদেশ প্রতিদিন। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে তাঁরা এখন জনপ্রিয়তার শীর্ষে। হবিগঞ্জ জেলার সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরে এ অঞ্চলেও ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে পত্রিকাটি। এই ধারা অব্যাহত থাকবে বলে হবিগঞ্জবাসী বিশ্বাস করে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি উপলক্ষে সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিদয়াদ। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম মিয়া ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হারুনুর রশিদ চৌধুরী ও ইসমাইল হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোঃ ইব্রাহিম, সামছুদ্দিন মোঃ রেজা, সময় টিভির হবিগঞ্জ প্রতিনিধি রাশেদ আহমদ খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, দৈনিক খোয়াই’র বার্তা ও ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আহছান, হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী, যায়যায়দিনের হবিগঞ্জ প্রতিনিধি নূরুল হক কবির, স্বদেশ বার্তার বার্তা সম্পাদক মুজিবুর রহমান, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি পাভেল খান চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, বাংলানিউজের জেলা প্রতিনিধি বদরুল আলম, ডেইলী বাংলাদেশের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সদস্য সচিব শাহ জয়নাল আবেদীন রাসেল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি তানভীর চৌধুরী, সাংবাদিক নায়েব হোসাইন, রোটারিয়ান আশীষ কুমার কুড়ি, সাংবাদিক দিদার এলাহী সাজু প্রমুখ।

এ সময় হবিগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বক্তারা বিগত দিনে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে হবিগঞ্জ জেলায় উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ প্রতিদিন ব্যাপক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ বলেছেন, স্বাধীনতার রজত জয়ন্তীতে একযুগি পুর্তি হল বাংলাদেশ প্রতিদিনের। এ পত্রিকা দেশজুড়ে এ পত্রিকা স্বাধীনতার পক্ষে নির্যাতিত-নীপিড়ীত মানুষের কথা বলে। হবিগঞ্জ এর ব্যতিক্রম নয়। মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রেখে বাংলাদেশ প্রতিদিনের পথচলায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

আজকের সর্বশেষ সব খবর