বৃহস্পতিবার | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পরিত্যক্ত এনালগ সিগন্যাল ভবনে আগুন

প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২০




মোঃ জমির আলী, শায়েস্তাগঞ্জ থেকে : শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রেলওয়ে ২নং প্লাটফর্মে পরিত্যক্ত এনালগ সিগনাল ভবনে আগুনে পুড়ে গেছে পুরোন কাগজপত্র সহ যন্ত্রাংশ।

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এ আগুনের সুত্রপাত ঘটে।

সহকারী স্টেশন মাষ্টার মুসফিক হোসেন বলেন, ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। তবে জালালাবাদ ট্রেন টি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর আগুন এর সুত্রপাত দেখি।

আগুনের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীদের আধা ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আসে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এক্ষুণি বলা যাচ্ছেনা।

ফায়ার স্টেশন অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, আমরা প্রথমে ট্রেনের বগিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনার স্থলে এসে দেখি পরিত্যক্ত সিগনাল ভবনে আগুন। আমরা আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে ভবনটি পরিত্যক্ত হলেও যে কোন সময় ধসেপরে বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারন আমরা উক্ত ভবনের দরজার তালা কাটতে গেলে দেয়ালের ইট’সহ দরজা খুলে আসে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে এ আগুনের সুত্রপাত হতে পারে।

আজকের সর্বশেষ সব খবর