বুধবার | ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ আটক হবিগঞ্জের আতাউর

প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২১




জার্নাল ডেস্ক ॥ অবৈধভাবে নিয়ে আসা ৫ কেজিরও বেশি স্বর্ণসহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে আতাউর রহমান নামের এক যাত্রী। তার বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। আজ বুধবার সকালে বিমানবন্দরে তাকে আটক করে ঢাকা কাস্টম হাউস।

ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবির জানান, আটক ব্যক্তি হবিগঞ্জের বাসিন্দা আতাউর রহমান। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বুধবার সকালে একটি ফ্লাইটে দেশে এসেছেন।

তিনি আরও জানান, আতাউর রহমানের ব্যাগেজগুলো স্ক্যানিং করে দুইটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগেজে থাকা হ্যামার কেটে ঘোষণা বহির্ভূত ৪৪টি স্বর্ণের বার এবং যাত্রীর প্যান্টের ভেতর থেকে স্বর্ণালংকারসহ সবমিলিয়ে ৫ দশমিক ১৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। সানোয়ারুল কবির জানান, জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা।

এ ঘটনায় আতাউর রহমানের বিরুদ্ধে কাস্টমস আইন ও ফোজদারি আইনে মামলা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজকের সর্বশেষ সব খবর