শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শায়েস্তাগঞ্জে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২১




মোঃ জমির আলী, শায়েস্তাগঞ্জ : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ সকাল ৬ টা থেকে শুরু হওয়া লকডাউন কার্যকর করতে সক্রিয়ভাবে মাঠে আছে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

এরই ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জে স্বাস্থবিধি না মানা, মাস্ক পরিধান না করা, নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা এবং নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখার অভিযোগে মোট ১৬টি মামলায় ১১ হাজার ১ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দিনব্যাপী শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার, ড্রাইভার বাজার, ওলিপুর ও পুরান বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে অভিযান অব্যাহত থাকবে।

দুই ধাপে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-৯ (হবিগঞ্জ) সিপিসি-১ এর ১টি এবং শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ১টি টিম।

আজকের সর্বশেষ সব খবর