শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ১৪ ব্যক্তিকে অর্থদণ্ড

প্রকাশিত : মে ৬, ২০২১




মোঃ জমির আলী, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জে স্বাস্থবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ১৪ জন কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরএলাকার দাউদনগর বাজার ও ড্রাইভার বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম।

এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় “সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (২) ধারা অনুযায়ী ১৪টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারও পরিদর্শন করেন তিনি।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থবিধি মানার বিকল্প নাই। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি দল।

আজকের সর্বশেষ সব খবর