শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে করোনা রোগীদের জন্য বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প নামে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু

প্রকাশিত : আগস্ট ৩, ২০২১




স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প নামে একটি মানবিক সেবা চালু হয়েছে হবিগঞ্জে। আর এই উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক এবং হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

সোমবার (২আগস্ট) বিকাল ৪টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

আনুষ্ঠানিক উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার শোয়েব শাত-ঈল ইভানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, অবসর প্রাপ্ত ব্রিগিডিয়ার জেনারেল নুরুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমুখ।

বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

বক্তব্য দিচ্ছেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

বক্তাগণ বলেন, বর্তমানে করোনাকালীন এই দূর্যোগপূর্ণ সময়ে হবিগঞ্জ সদর উপজেলা এবং পৌর এলাকার করোনা রোগীদের বিনামূল্যে এই অক্সিজেন সেবা চালু হয়েছে। হেল্প লাইনে যেকেউ ফোন করলে ভলান্টিয়াররা তাদের বাসায় অক্সিজেন নিয়ে যাবে, সম্পূর্ণ বিনা মূল্যে এই সেবা প্রদান করা হবে।

 

 

আজকের সর্বশেষ সব খবর