শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত

প্রকাশিত : মে ৩, ২০২২




সিরাজুল ইসলাম জীবন ॥ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ দুই বছর মহামারীর কারণে বন্ধ থাকার পর হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় প্রথম জামাত এবং সকাল ৯ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দুটি জামাতেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। ঈদের দিন সকাল থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহদে প্রবেশ করতে থাকেন।

১ম জামাতে এতে ইমামতি করেন মাওলানা গোলামা মোস্তফা নবী নগরী। ২য় জামাতে ইমামতি করেন কাজী মাওলানা নজমুল হোসেন।

প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করে হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ এলাকার সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামসহ অন্যান্যরা।

নামাজের কাতার মুল ঈদগাহ এলাকা পেড়িয়ে শহরের শায়েস্তনগর এলাকা এবি ব্যাংকে সম্মূখ পর্যন্ত ছড়িয়ে পড়ে।

জামাত শেষে মুসল্লিরা কোলাকুলি করার মধ্য দিয়ে একে অপরের মাঝে কুশলাদি বিনিময় করেন। পৌরসভা ঈদ গাহ এলাকায় অভ্যর্থনা পতাকা ও ব্যানার সজ্জা করে।

এছাড়াও মুসল্লিদের জন্য পানি পানের ব্যবস্থা করে। ঈদগাহ ছাড়াও হবিগঞ্জ শহরের জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, চৌধুরী বাজার সুন্নী জামে মসজিদ, সওদাগর মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদে জামাত অনুষ্ঠিত হয়।

আজকের সর্বশেষ সব খবর