শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : জুন ৪, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার হজ্বযাত্রীদের এক প্রশিক্ষণ কর্মশালা শনিবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সেতু ট্রাভেলস ও ট্রাভেলন এয়ার সার্ভিস সিলেট যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

হবিগঞ্জ সেতু ট্রাভেলস এর স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম সুহেল এতে সভাপতিত্ব করেন। রিসোর্স পারসন হিসেবে আলোচনায় অংশ নেন ট্রাভেলন এয়ার সার্ভিস সিলেট এর স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন আমজাদ, মৌলভীবাজার নুরুল কোরআন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী জালাল, সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ মো.নাজমুল হক, সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মো.ফয়জুর রহমান প্রমুখ।

এতে তালবিয়া, হজ্জের প্রস্তুতি, তাওয়াফ, হজ্জের ফরজ, বিশেষ মোনাজাত ও দোয়া, মহিলা হাজিদের করণীয় ওমক্কায় অবসর সময়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য সেতু ট্রাভেলস এর ব্যবস্থাপনায় ৩৬জন নারী ও পুরুষ এবার হবিগঞ্জ জেলা থেকে হজ্জব্রত পালনের জন্য যাচ্ছেন।

আজকের সর্বশেষ সব খবর