মঙ্গলবার | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

অবশেষে বাইডেনকে ফোন করলেন মোদী

প্রকাশিত : ফেব্রুয়ারি ৯, ২০২১




আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সদ্য ক্ষমতায় বসা প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অবশেষে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টুইট করে মোদী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে বলে টুইটারে উল্লেখ করেছেন মোদী।

টুইট বার্তায় মোদী লিখেছেন, তার সাফল্য কামনা করেছি। স্থানীয় বিষয়ে এবং আমাদের যৌথ অংশিদারিত্বের বিষয়ে কথা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আমরা ঐক্যমত্য হয়েছি।

বাইডেন হোয়াইট হাউসে এসেছেন প্রায় দুই সপ্তাহ আগে। আমেরিকার ৪৬তম প্রেসিডেন্টকে এরপর টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন মোদী। তবে সরাসরি কথা হলো এই প্রথম।

বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল নরেন্দ্র মোদীর। তাই এবার বাইডেন জিতে আসাকে ভারত সরকারের জন্য কিছুটা বিব্রতকরই মনে করছিলেন বিশ্লেষকরা।

২০১৯ সালের সেপ্টেম্বরে আমেরিকায় ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন ‘আব কি বার ট্রাম্প সরকার’।

আজকের সর্বশেষ সব খবর