শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ১০ টি মামলায় ও জরিমানা

প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২১




পিন্টু অধিকারী, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন বাজারের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ১০ টি প্রতিষ্ঠান’কে ৩হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (১৭এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বুল্লা বাজার, বানেশ্বর বাজার এবং নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে, রমজানে বাজার মনিটরিং এবং সরকারি নির্দেশনা পালন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮ অনুযায়ী ১০ টি মামলায় ৩হাজার ৪শত জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ- জোহরা। তিনি সবাইকে স্বাস্স্থ্যবিধি অনুসরণ করার প্রতি আহবান জানিয়ে রমজানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করার পরামর্শ প্রদানের পাশাপাশি ফ্রি মাস্ক বিতরণ করেন।

 

আজকের সর্বশেষ সব খবর