শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রমে মুগ্ধ সিরাজগঞ্জ ও নাটোর পৌরসভার প্রতিনিধিবৃন্দ

প্রকাশিত : জুলাই ২৬, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামীলীগ নেতা সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেছেন ‘আমি সাড়ে ৭ বছরে যা করতে পারিনি আতাউর রহমান সেলিম মাত্র আড়াই বছরে পৌরসভার কর্মকান্ডে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন।’ সিরাজগঞ্জ ও নাটোর পৌরসভার পক্ষ হতে হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ড পরিদর্শন করতে আসা প্রতিনিধি দলের প্রধান হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মেয়র মুক্তা বলেন, ‘মেয়র সেলিমের উদ্দেশ্য ভাল, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সকলের সহযোগিতা না থাকলে মেয়রের পক্ষে পৌরসভার কর্মকান্ড এগিয়ে নেয়া সম্ভব নয়।’ সৈয়দ আব্দুর রউফ মুক্তা হবিগঞ্জ পৌরসভার পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে বলেন,‘এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের পৌরসভায় তা’ বাস্তবায়ন করবো।’

সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন,‘আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্ষুদ্র পরিসরে শুরু করেছি। ইতিমধ্যে এ কেন্দ্র হতে নাগরিকগন সুফল পেতে শুরু করেছেন। ভবিষ্যতে আমরা পৌরবাসীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এর পরিধি আরো বৃদ্ধি করবো। বর্তমানে ডাক্তারগন সপ্তাহে ৩ দিন রোগীদের সেবা দিচ্ছেন। আমরা এই সেবা ৫ দিনে উন্নীত করবো।’

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার নেতৃত্বে ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ একেএম ফরহাদ হোসাইন, শহর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস, এম, শাহ আলম। নাটোর পৌরসভার প্যানেল মেয়র জাহিদুর রহমান জাহিদের নেতৃত্বে ছিলেন নাটোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোছাঃ আয়েশা আক্তার,স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মোছাঃ কহিনূর বেগম পান্না, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মির্জা সালাউদ্দিন।

সকালে হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে হবিগঞ্জ পৌর এলাকার সিনিয়র সিটিজেন ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রক্তের প্রাপ্যতা নিশ্চিত করতে পৌর ব্লাড ডোনেশন ডাটাবেইজ তৈরীর লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড গ্রুপ টেষ্ট ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ হবিগঞ্জের উপপরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল। সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর সফিকুর রহমান সিতু। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরদের মাঝে আরো উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউএসএআইডি’র এলইচএসএস প্রোগ্রাম এর সিলেট রিজিওন এর রিজিওনাল আরবান হেলথ কো-অর্ডিনেটর জনাব আব্দুল মতিন, এলইচএসএস প্রোগ্রাম এর রাজশাহী রিজিওন এর রিজিওনাল আরবান হেলথ কো-অর্ডিনেটর মো: জাকির হোসেন ও আব্দুস সবুর। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. দেবাশীষ দাশ ডা. সুস্মিতা সাহা ও ডা. আনিকা তাবাসসুম।

পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন শেষে সিরাজগঞ্জ ও নাটোর পৌরসভার প্রতিনিধি দলের সদস্যরা পৌরসভা কার্যালয়ে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা করেন। সেখানে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে দুটি পৌরসভার প্রতিনিধিদলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জনাব আতাউর রহমান সেলিম।#

আজকের সর্বশেষ সব খবর