রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

আখাউড়ায় কিন্টারগার্ডেন এসোসিয়েশনের সাংগঠনিক সফর অনুষ্ঠিত

প্রকাশিত : অক্টোবর ৯, ২০২১




শেখ মনির হোসেন নিজাম, আখাউড়া থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আখাউড়া শাখার উদ্যোগে কিন্টারগার্ডেন শিক্ষার মান উন্নয়নে সাংগঠনিক সফর অনুষ্ঠিত হয়েছে।

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কিন্টারগার্ডেন গুলো বন্ধ থাকার পর বর্তমানে করোনাভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলে গত মাসে শিক্ষার্থীদের মেধা বিকাশের কথা চিন্তা করে সারা দেশে একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় সরকার। আর তাই দেশের কিন্টারগার্ডেন গুলো পড়াশোনার মান ঠিক রাখতে পরিচালক ও শিক্ষক প্রতিনিধিদের কে সাথে নিয়ে শিক্ষার মান উন্নয়নে সাংগঠনিক সফর অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ অক্টোবর) আখাউড়া অঙ্কুর কিন্টারগার্ডেনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আখাউড়া শাখার সভাপতি এরফানুল ইসলাম শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মুন্সি সাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: জাবেদ ওমর, সাংগঠনিক সম্পাদক মো: ইমরান হাজারী।

রফিকুল আলম তুরানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দৈনিক জনতা ও সীমান্ত টিভির চিফ রিপোর্টার শাহিন আলম জয়, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান, এম এম পি ক্যাডেট স্কুলের পরিচালক হাজী মোসলেম উদ্দিন, আতিকুর রহমান, আক্তার হোসেন সহ উপজেলার বিভিন্ন কিন্টারগার্ডেনের পরিচালক, শিক্ষকবৃন্দ।

আজকের সর্বশেষ সব খবর