শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

মাধবপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

প্রকাশিত : মার্চ ৭, ২০২২




শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শতকন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ প্রদান শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

৭ মার্চ সোমবার সকালে ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত গোলাম কিবরিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার (ওয়াসিম) উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, মহিলা বিষক সম্পাদক পেয়ারা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ মুসলিম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু,মাধবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান,মাধবপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ নাহিদ মিয়াসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা ও শিক্ষা প্রতিষ্ঠান,সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক যান্তার স্বৈরাচারী ও দমনমূলক শাসন থেকে মুক্তির সংগ্রামে পুরো বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়তে যাদুমন্ত্রের মতো কাজ করেছিল বঙ্গবন্ধুর ৭ ই মার্চ এর ভাষণ! বাঙালি জাতির মহান ও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সারা দেশের মানুষ। ঐতিহাসিক ৭ ই মার্চ এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাধবপুর উপজেলা প্রশাসন ও রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আজকের সর্বশেষ সব খবর